পৃষ্ঠাসমূহ

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

ফোরট্রান কি এর ব্যাবহার কি বা কেন ফোরট্রান শিখব

ফোরট্রান কিঃ
ফোরট্রান হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা। কম্পিউটারের রয়েছে অনেক ধরণের ভাষা। সেতো আর আমাদের মানবীয় ভাষা বোঝেনা। তাই তাকে দিয়ে কাজ করাবার জন্যে মানুষ আবিষ্কার করেছে অসংখ্য ভাষা। যেমন html, css, javascript ইত্যাদি হলো ওয়েবভাষা।  আরো ভাষা হলো c,c++,COBOL ইত্যাদি।
ফেরট্রান দিয়ে কি করা যায়ঃ
এই প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজটি দিয়ে অসংখ্য গাণিতিকি হিসাব সহজেই করা যায়। শিক্ষা, ব্যাংকিং, ব্যাবসা ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনীয় হিসাব ও পরিকল্পনা করার জন্যে প্রয়োজনীয় হিসাব করা যাবে এটি দিয়ে।

এছাড়া ভিডিও গেম প্রোগ্রামিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিভিন্ন বৈজ্ঞানিক ও সামরিক খাতে ও গবেষণার কাজেও ফোরট্রান ব্যাবহৃত হয়েছে। আরো কতো ব্যাবহার আছে কে জানে।

ফোরট্রান কেন শিখবঃ
১. নতুন একটি কম্পিউটার ভাষা নিজের থলিতে পুরতে।
২. ফোরট্রান হচ্ছে সাধারণ্যে ব্যাবহৃত দ্বিতীয় সরল ভাষা। প্রথম হচ্ছে BASIC।
৩. BASIC দিয়ে বৈজ্ঞানিক কাজ করা যায়। ফোরট্রান দিয়ে ইন্জিনিয়ারিং হিসাব-নিকাশ ছাড়াও সচরাচর-ব্যাবহৃত কিন্তু জটিল গাণিতিক কাজ মহজে করা যায়।
৪. ফোরট্রান সবচেয়ে দীর্ঘস্হায়ী ভাষা। অনেকে বলেছে এটা বিলুপ্ত হয়ে যাবে C++ এর কারনে। কিন্তু এ যাবত এ ধরণের উক্তি সত্য হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগটি মাত্র শুরু হয়েছে। তাই যেকোন অসঙ্গতির জন্যে ক্ষমাপ্রার্থী