পৃষ্ঠাসমূহ

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

ফোরট্রান ক্যারেক্টার সেট

হোক মানুষের ভাষা বা যন্ত্রের ভাষা তার রয়েছে নিজস্ব অক্ষর (character) । ফোরট্রানেরও রয়েছে স্বতন্ত্র অক্ষরসমষ্টি। ফোরট্রানকে কাজে লাগাতে হলে এর নিজস্ব বর্ণমালাই ব্যাবহার করতে হবে। 95 ভার্সনে রয়েছে ৮৬ টি অক্ষর। ০৩ ভার্সনে মোট অক্ষর ৯৭ টি। ফোরট্রান কেইস-সেন্সেটিভ নয়। তারমানে আপারকেইস ও লোয়ারকেইস বর্ণে (ইংরেজি বড় ও ছোট হাতের) কোন পার্থক্য নেই। সি++ কিন্তু কেইস-সংবেদী।


সারণি: ফোরট্রান ক্যারেক্টার
প্রতিকের সংখ্যা
ধরণ
মান
২৬
বড় হাতের ইংরেজি
A-Z
২৬
ছোট হাতের ইংরেজি
a-z
১০
সংখ্যা
0-9
০১
আন্ডারস্কোর
_
০৫
গাণিতিক প্রতিক
+ - * / **
১৭
বিবিধ প্রতিক
().=, ’ ”$:!%&;< >? blank
১১
’০৩ ভার্সনে বাড়তি
~ \[]`^{}I #@

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগটি মাত্র শুরু হয়েছে। তাই যেকোন অসঙ্গতির জন্যে ক্ষমাপ্রার্থী