পৃষ্ঠাসমূহ

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

সূচনা বক্তব্য

আল্লাহর উপর ভরসা করে আরেকটি ব্লগ খুলতে যাচ্ছি।
কম্পিউটারের অন্যতম মৌলিক (যদিও অনেকে বলেন কিছুটা সেকেলে) ভাষা হলো ফোরট্রান বা Fortran (পূর্বে বলা হতো FORTRAN) । এ ব্লগে বাংলায় কীভাবে ফোরট্রানে দক্ষ হওয়া যায় সেটাই  ক্রমান্বয়ে শেয়ার করা হবে, ইনশা’আল্লাহ। উল্লেখ্য এখানে আমরা শেয়ার করব ফোরট্রান 95 (f95) ভার্সন। যদিও ফোরট্রান 03 সংস্করণ এবং আরো নতুন ও রিলিজ হয়েছে। তবে বেশিরভাগ  এখনো ৭৭ ভার্সন ও এখনো বহুল-ব্যাবহৃত। অনলাইনেও এখনো ৯৫ ভার্সনও তেমন আলোচিত নয়। সময়ের সাথে পরিবর্তন হতে পারে।

২টি মন্তব্য:

ব্লগটি মাত্র শুরু হয়েছে। তাই যেকোন অসঙ্গতির জন্যে ক্ষমাপ্রার্থী